ঢাকা অফিস: অগ্নিকাণ্ডে শ্বাসরোধে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দেয়া গেলে তা কমানো সম্ভব হয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-১ এ আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ এই অনুষ্ঠানের আয়োজন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সিপিআর সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী দেশের প্রতিটি মানুষকে জীবন রক্ষাকারী সিপিআর সম্পর্কে জানানোর তাগিদ দেন।
অগ্নিকাণ্ডে শ্বাসরোধে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি: ড. সামন্ত লাল
0
Share.