শনিবার, নভেম্বর ২৩

খুলে দেয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‍্যাম্প

0

ঢাকা অফিস: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‍্যাম্প খুলে দেয়া হয়েছে। এতে উত্তরা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করা গাড়িগুলো মগবাজার, হাতিরঝিলসহ কারওয়ান বাজার এলাকায় নামতে পারবে। আজ বুধবার সকালে নতুন এই র‍্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, রোজা ও ঈদ সামনে রেখে নগরবাসীর জন্য এটা প্রধানমন্ত্রীর উপহার। তবে চলতি বছর এ প্রকল্পের কাজ শেষ হবে না। আগামী বছরের শুরুর দিকে এটি পুরোপুরি শেষ হবে। পরে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ডিসেম্বরে চালু হবে বহুল কাঙ্ক্ষিত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। রাজধানীর যানজট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঢাকায় সবকটি মেট্রোরেল চালু হয়ে গেলে যানজট ধীরে ধীরে কমে আসবে। এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ। পুরো উড়ালসড়কে ৩১টি যানবাহন ওঠা-নামার র‍্যাম্প রয়েছে। তবে বিমানবন্দর থেকে ফার্মগেট অংশে ১৫টি র‍্যাম্প রয়েছে। এর মধ্যে বিমানবন্দর এলাকায় দুটি, কুড়িলে তিনটি, বনানীতে চারটি, মহাখালীতে তিনটি, বিজয় সরণিতে দুটি ও ফার্মগেট এলাকায় একটি স্থানে যানবাহন ওঠা-নামা করতে পারছে। সেতু বিভাগ বলছে, মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে। আর ওঠা-নামার স্থানে (র‍্যাম্প) সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সব ধরনের যানবাহন চললেও মোটরসাইকেল ও থ্রি-হুইলার চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

Share.