ঢাকা অফিস: মন্ত্রিপরিষদের বৈঠক ঈদ এলেই ছুটির আশায় থাকে মানুষ। আপনজনের কাছে যাওয়ার বড় একটা সময় যেন এটা। ঈদুল ফিতরে নির্বিঘ্নে বাড়ি যেতে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যাতায়াতের সুবিধার্থে আগামী ৯ এপ্রিল ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদের বৈঠকে পাঠানো হয়েছে। রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি আরও বলেন, ঈদের আগে শ্রমিকরা যেন সঠিক সময়ে বেতন বোনাস পান, ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় না নামতে পারে, যানজট যেন না হয় এসব নিয়ে আলোচনা হয়েছে। ঈদের ভ্রমণ যেন আনন্দের হয় এবং ভোগান্তির মাঝে না পড়তে হয় বিষয়টি মাথায় রেখে এমন প্রস্তাব রাখা হয় । মাত্র একদিনের ছুটিতেই আনন্দের সীমা থাকবে না চাকরিজীবীদের। যদি ছুটি অনুমোদন করে তাহলে মানুষের যাওয়া-আসার সময় চাপ কম পড়বে তারাও নিশ্চিন্তে কাছের লোকের কাছে থাকতে পারবে। একটু নিরাপদে যেতে পারবে।
ঈদুল ফিতরে নির্বিঘ্নে বাড়ি যেতে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ
0
Share.