ঈদে জঙ্গি তৎপরতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

0

ঢাকা অফিস: আসন্ন ঈদুল ফিতরে জঙ্গি তৎপরতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার (৯ এপ্রিল) আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দেন। কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে৷ সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো ঈদগাহ ময়দান পর্যবেক্ষণ করা হবে। নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ব্যতীত কোন প্রকার ব্যাগ সঙ্গে আনতে পারবেন না। এ সময় রাজধানীর সকল ঈদ জামাতেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। কমিশনার আরও বলেন, কেএনএফ নিয়ে রাজধানীতে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। জঙ্গি তৎপরতার খবর নেই। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে।  এছাড়া, ঈদ যাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

Share.