সাংবাদিক আবদুল জলিলের দাফন সম্পন্ন

0

ঢাকা অফিস: সেনবাগ থেকে প্রকাশিত দৈনিক আত্ন-অধিকার পত্রিকার বার্তা সম্পাদক ও সেনবাগ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আবদুল জলিল(৫২)এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় সেনবাগ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চারিদ্রোন মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাংবাদিক জলিলের মৃত্যুর সংবাদে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান চট্রগ্রামস্হ সেনবাগ পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দ। আবদুল জলিল সেনবাগ পৌরসভার ৬ নং ওয়ার্ড চারিদ্রোন রমজান আলী হাজী বাড়ীর মরহুম সুরুজ মিয়ার পুত্র। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার এই আকষ্মিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আশে। সাংবাদিক জলিলের জানাজায় সেনবাগের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে আলহাজ্ব মোরশেদ আলম এমপি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান গোলাম কবির, পৌর মেয়র আবু জাফর টিপু, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর, আবু নাছের ভিপি দুলাল,এডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিক,সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম,সাধারন সম্পাদক এম এ আউয়াল বি.এ,উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ফিরোজ আলম রিগান,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সাখাওয়াত উল্ল্যা মজুমদার টিপু,যুগ্ন আহ্বায়ক আমির হোসেন লিটন সহ প্রমুখ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Share.