ঢাকা অফিস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার শুনানির দিনক্ষণ পিছিয়ে ২৯ জুলাই ধার্য করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) মামলাগুলোর ওপর শুনানি হওয়ার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারায় সময়সীমা বৃদ্ধি করার আবেদন করেন তার আইনজীবী। এরই প্রেক্ষিতে শুনানির জন্য নতুন দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক। ১১ মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। এরমধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য রয়েছে। অপর ১০ মামলা ছিল চার্জ শুনানির জন্য। এসব মামলায় খালেদা জিয়ার পাশাপাশি বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকুকেও আসামি করা হয়েছে। ২০১৭ সালের বিভিন্ন সময়ে দায়ের করা মামলাগুলোয় ঐবছরই চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন।
খালেদা জিয়ার ১১ মামলায় পরবর্তী শুনানি আগামী ২৯ জুলাই
0
Share.