শনিবার, নভেম্বর ২৩

পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাট্য র‍্যালি ও আলোচনার মধ্যদিয়ে পালিত হয়েছে মে দিবস। ১ মে ২০২৪ বুধবার সকাল ৯ টায় পটুয়াখালী সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসনের উদ্দ্যেগে হাজারো শ্রমিক নিয়ে একটি র‍্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, ও জেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাফর উল্লাহ্ মে দিবসে পটুয়াখালী জেলা শ্রমিকলীগ ও শহরের বিভিন্ন পেশাজীবি শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের র‍্যালিতে যোগদান করেন, এসময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ও সেভেন রিং সিমেন্ট এর ব্যানার নিয়ে মো. জালাল ও মো. দুলাল মিয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয় এবং জেলা ইমারত নির্মাণ শ্রমিকের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের র‍্যালিতে যোগদান করেন। একই সময়ে পটুয়াখালী বনানী এলাকায় বিএনপি কার্যালযের সামনে থেকে মহান মে দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা শ্রমিকদলের একটি র‍্যালি বের হয় এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু খান সাধারণ সম্পাদক মনির মাহমুদ, সদর উপজেলা শ্রমিকদলের আহবায়ক মাহাতাব, সদস্য সচিব মো. ছালাম হাওলাদার পৌর আহ্বায়ক শামীস খন্দকার ও বিভিন্ন ইউনিটির নেতা কর্মীরা।

Share.