চানখাঁরপুলের মেইন রাস্তা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদহ উদ্ধার

0

ঢাকা অফিস: রাজধানীর চানখাঁরপুলের মেইন রাস্তা থেকে অজ্ঞাতনামা (৪৫)এক ব্যক্তির মরদহ উদ্ধার বুধবার(০৮ মে) বিকেলের দিকে অচেতন অবস্থায় পড়ে থাকলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে নিয়ে আসা পথচারী হাসান জুয়েল জানান,চানখাঁরপুল মেইন রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,আমাদের ধারণা নিহত নেশাগ্রস্ত ছিল অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকলে তাকে পথের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তবুও ময়নাতন্ত্রের প্রতিদানের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

Share.