ঢাকা অফিস: আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১০ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে রাখা বক্তব্যে এসব বলেন তিনি। এসময় কাদের আরও বলেন, বিএনপি সুযোগ পেলেই ফণা তুলে দেশের ক্ষতি করবে। দেশের গণতন্ত্র ব্যাহত করতে বিএনপি কর্মসূচি দেয়, যার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ওবায়দুল কাদের আরও বলেন, ভোটারদের ভয় পায় বলে নির্বাচনে আসে না তারা। ভোটে আসলে হেরে যাবে সেই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা দেশের ক্ষতি করতে যে কোনো ষড়যন্ত্র করতে পারে। সেতুমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে এত ষড়যন্ত্রর পরেও গত নির্বাচনে ৪২ শতাংশ ভোট পড়েছে। শেষ উপজেলা নির্বাচন সন্তোষজনক ভোট পড়েছে। নির্ভেজাল, সংঘাত বিহীন নির্বাচন হয়েছে তার ক্রেডিট সরকারকে দিতে হবে।
বিএনপি সুযোগ পেলেই ফণা তুলে দেশের ক্ষতি করবে: কাদের
0
Share.