ঢাকা অফিস: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ নেই বিএনপির এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের শক্তির ওপর নির্ভর করে। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতা-কর্মীদের রাজনীতি থেকে বিতাড়িত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্ন আদালত থেকে রাজনৈতিক মামলা নিষ্পত্তি করা হচ্ছে। এ জন্য নতুন ট্রাইব্যুনাল করারও উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন করে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে। তারা যদি নতুন নির্বাচনের ব্যবস্থা না করে তাদের ভবিষ্যৎ সুখকর হবে না। বিএনপি মহাসচিব বলেন, ভোটের নামে তামাশা করছে সরকার। যদিও জনগণ সেই তামাশা প্রত্যাখান করেছে। এসময় তিনি মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকা ভারতীয় ৫২৭টি পণ্যে যথাযথ যাচাই ছাড়া বাংলাদেশে বাজারজাত না করতে সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, অবকাঠামোগত ফাঁপা উন্নয়ন সমাজের উন্নয়নের মাপকাঠি হতে পারে না।
দ্বাদশ সংসদ নির্বাচন করে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে: ফখরুল
0
Share.