বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

ঢাকা অফিস: রাজধানীর কলাবাগান ভুতের গলি ক্যালিক্স স্কুলের সামনে একটি নির্মাণাধীন ভবনের নয়তলার ৪তলার বাহিরের সাইডে মাচান বেঁধে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মোফাজুল হক (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু। মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিযহতের সহকর্মী আব্দুল আহাদ জানান, আজ সকালে ভুতের গলি ক্যালিক্স স্কুলের সামনে একটি নির্মাণাধীন ভবনের নয়তলার ৪র্থ তলার বাহিরের মাচান বেঁধে প্লাস্টারের কাজ করার সময় পাশে দিয়ে যাওয়া একটি ইলেকট্রিক লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়,এতে অচেতন হয়ে পড়লে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর জেলার ধুমিহায়াতপুর গ্রামে মোয়াজ্জেম হোসেনে সন্তান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ কাম ট্রেনিং চার্জ পরিদর্শক মো :বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাযকে অবগত করা হয়েছে। নিহত এক ছেলে এক জন ছিলেন।

Share.