শনিবার, নভেম্বর ২৩

ঈদের সময় যানজট এড়াতে রাস্তার কাজ সাতদিন বন্ধ রাখতে হবে: কাদের

0

ঢাকা অফিস: ঈদের সময় যানজট নিরসনে রাস্তার চলমান কাজ সাতদিন বন্ধ রাখার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল-উল-আযহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে এই কথা বলেন কাদের। মন্ত্রী বলেন, গার্মেন্টস ছুটির বিষয়টি সমন্বয় করতে হবে। একই সময় ছুটি দেয়া হলে যানজট হয়। রাজধানীর সড়কে খোড়াখুড়ির জন্য যানজট সৃষ্টি হচ্ছে, পরিকল্পিত কাজ করতে হবে। ঈদের আগে সবাই সক্রিয় থাকলেও ঈদের পর কেন দায়িত্বে অবহেলা করা হয় এমন প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, ঈদের পরে দূর্ঘটনার পরিমাণ বেশি। সরকারকে আরো কঠোর হতে হবে। কাদের আরও বলেন, লক্কর-ঝক্কর গাড়ি রঙ করে দেখানোর কিছু নেই, গাড়ির ফিটনেস তৈরি করতে হবে। জরাজীর্ণ গাড়িতে রাজধানী ভরে গেছে, বার বার বলা হলেও পদক্ষেপ নিচ্ছে না মালিকরা। বিষয়টিতে কঠোর নজরদারী করতে হবে। এসময় ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়াকে অযৌক্তিক উল্লেখ করে যাত্রীদের জিম্মি করে ভাড়া নেয়া যাবে না বলে জানান কাদের। বিআরটিসি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তারা এখন লাভে রয়েছে, কিন্তু সেখানে হতাশার কথা শোনা যায়। সড়কে কিশোর ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কোনো হেলপার যেন গাড়ির ড্রাইভিং সিটে না বসে সেদিকে দৃষ্টি রাখতে হবে। স্পিড লিমিট এর বিষয়ে আরো মনিটরিং বাড়াতে হবে।

Share.