এবার আকাশ থেকে ড্রোনে ঈদ জামাত নজরদারি করবে ডিএমপি

0

ঢাকা অফিস: ঢাকায় ঈদ জামাতে মুসল্লিদের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, এবার নতুন করে আকাশ থেকে ড্রোনে নজরদারি করবে ডিএমপি। নিরাপত্তার কোন হুমকি না থাকলেও সব স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। চামড়া পাচার ও দালাল ফরিয়া চক্র যেন কোনো অব্যবস্থাপনা করতে না পারে তার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। কমিশনার আরও জানান, আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

Share.