ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে হজ চলাকালে ১৪জন হজযাত্রী মারা গেছেন। নিহতদের ১৪জনই জর্ডানের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রচন্ড গরমে হিটস্ট্রোকে ১৪ জন মারা গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৭জন জর্ডানের নাগরিক। নিঁখোজ জর্ডানের নাগরিকদের খোঁজ নেয়া হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷ তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়েও আলোচনা চলছে। অন্যদিকে রেড ক্রিসেন্টের বরাতে বিবিসি জানিয়েছে, চলতি বছর হজপালনকালে ইরানের ৫জন মারা গেছেন। তবে তারা কেন মারা গেছেন তা জানা যায়নি।
প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে মারা গেছেন ১৯ হজযাত্রী
0
Share.