স্পোর্টস রিপোর্ট: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জিতেছে টাইগাররা। আর এই তিন জয়ের বাংলাদেশ নিশ্চিত করেছে সুপার এইট। এ পর্বে গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সুপার এইট পর্বে বাংলাদেশ দল ম্যাচ খেলবে দুই ভেন্যুতে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ জুন সকালে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ইতোমধ্যেই অ্যান্টিগাতে পা রেখেছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার সেখানে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল। সুপার এইটে বাংলাদেশ দলের ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া- ২১ জুন ভোর সাড়ে ৬ টা, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড, অ্যান্টিগা। বাংলাদেশ বনাম ভারত- ২২ জুন রাত সাড়ে ৮ টা, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড, অ্যান্টিগা। বাংলাদেশ বনাম আফগানিস্তান- ২৫ জুন ভোর সাড়ে ৬ টা, আরনস ভ্যালে গ্রাউন্ড, কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট।
সুপার এইটের ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ
0
Share.