পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো রোনালদোর পর্তুগাল

0

স্পোর্টস রিপোর্ট: ইউরো চ্যাম্পিয়নশিপে চেকিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করেছে রোনালদোর দল। দিনের আরেক ম্যাচে প্রথমবারের মতো ইউরো খেলতে আসা জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক। ধারণা করা হচ্ছে, ৩৯ বছরে পা দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো শেষ ইউরো খেলছেন পর্তুগালের জার্সিতে। তাইতো অধিনায়ক রোনালদো টুর্নামেন্ট খেলতে আসার আগে জানান, শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছেন না তারা। সেই লক্ষ্যে চেকিয়াকে হারিয়ে আসর শুরু করছে পর্তুগালও। রেড বুল অ্যারেনাতে শুরুতে নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেয় পর্তুগাল। এরপর একের পর এক আক্রমণে কোনঠাসা করে তোলে চেকিয়াকে। তবে প্রথমার্ধে চেক প্রজাতন্ত্রের জমাট বাঁধা রক্ষণ ভাঙ্গে ব্যর্থ হয় পর্তুগিজরা। গোল শূন্য থাকায় দ্বিতীয়ার্ধে শুরু থেকেই লিড নিতে মরিয়া রোনালদোর দল। তবে শ্রোতের বিপরীতে ৬২ মিনিটে মিডফিল্ডার প্রোভোদের জোরালো শটে লিড নেয় চেকিয়া। পিছিয়ে পড়ার ৭ মিনিট পর আত্মঘাতি গোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ৯০ মিনিটে ভিতিনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন কনসেইকাওকে। তিনি মাঠে নামার ২ মিনিটের মধ্যে দলকে জয় সূচক গোল উপহার দেন। এতেই শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল। দিনের আরেক ম্যাচের শুরু থেকেই প্রথমবারের মতো ইউরো খেলতে আসা জর্জিয়ার উপর আধিপত্য বিস্তার করতে থাকে তুরস্ক। এদিন ২৫ মিনিটে ম্যাটের গোলে এগিয়ে যায় তুর্কিরা। এর ৭ মিনিট পরেই জর্জেসের গোলে সমতা নিয়ে বিরতিতে যায় জর্জিয়া। বিরতি থেকে ফিরে ৬৫ মিনিটে আরতু গুলের গোলে আবারও লিড নেয় তুরস্ক। আর ম্যাচের শেষ বাঁশি বাজার ১ মিনিট আগে জর্জিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে মুহাম্মদ কেরাম। এতেই ষষ্ঠবারের মতো ইউরো খেলতে আসা তুরস্ক প্রথমবার জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে।

Share.