বাসের সিরিয়াল নিয়ে নাটোরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত- ৮

0

বাংলাদেশ থেকে নাটোর প্রতিনিধি: ঢাকাগামী বাসের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জেরে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সমর্থকদের ২ দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১২ টার দিকে শহরের হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, ঢাকাগামী বাসের সিরিয়াল নিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হরিশপুর এলাকার বাসস্ট্যান্ডে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ও বর্তমান সাধারণ সম্পাদক বাসিউর রহমান খান এহিয়া চৌধুরীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রাত ১২টার দিকে বাসট্যান্ডের পাশে চেয়ারম্যান রোডে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। এ সংঘর্ষের জেরে রাত ১টার দিকে একই এলাকায় আবার সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

Share.