ঢাকা অফিস: আজ খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (২৩ জুন) খালেদা জিয়ার অসুস্থতা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, যে আইনী ব্যবস্থায় খালেদা জিয়াকে কারাগারের বাইরে রাখা হয়েছে সে আইনী ব্যবস্থায় তাকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কোনো সুযোগ নাই। সরকার মানবিকতা দেখিয়ে খালেদা জিয়াকে কারাগারের বাইরে রেখেছে। রাজনৈতিক চিন্তা করলে এটা করতো না সরকার। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে এখনও কোনো আবেদন আসেনি। আগের আবেদন যেগুলো ছিল তাতে বিদেশে পাঠানোর আইন নেই। সঠিক সাংবাদিকতায় সরকারের কোনো বাধা নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যারা সঠিক সাংবাদিকতা করবে না বা ভুল তথ্যের ব্যবহার করবে তাদের জন্যই আইনের প্রয়োগ ঘটবে। সব সাংবাদিকদের জন্য এই কথা প্রযোজ্য নয়। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব করতে নতুন করে কোনো আইনের প্রয়োজন নাই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনেই তাদের সম্পদের হিসাব দেয়ার বিধান আছে। অপরাধের জন্য যাদের নাম আসছে দুদক সেসবের তদন্ত করছে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।
খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হবে আজ: আনিসুল হক
0
Share.