কোনো রাজনৈতিক দল আদালতের বিচারাধীন বিষয়ে পক্ষ নিতে পারে না: কাদের

0

ঢাকা অফিস: কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেটাই আওয়ামী লীগের বক্তব্য বলে স্পষ্ট জানালেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৮ জুলাই) ধানমন্ডি দলীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব জানান। এসময় কাদের বলেন, আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন। সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ পরিহার করা দরকার। কাদের আরও বলেন, কোটা আন্দোলনের ৩১ জন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে বিএনপি প্রকাশ্যে এই আন্দোলনে যুক্ত হয়েছে। তাই নতুন করে বলার কিছু নেই। সেতুমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দল আদালতের বিচারাধীন বিষয়ে পক্ষ নিতে পারে না। শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে। সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে। শিক্ষক না আমলা- কে সুপিরিয়র সে বিতর্কে সরকার যাবে না।

Share.