পটুয়াখালীতে ২৪ তম দুমকি উপজেলা দিবস পালিত

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি কর্তৃক প্রতিষ্ঠিত দুমকী উপজেলার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা র‍্যালি করেন দুমকি উপজেলা প্রশাসন, র‍্যালিটি দুমকি উপজেলা থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কয়ার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এবং সেখানে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। ৮ জুলাই সোমবার ২০২৪ পটুয়াখালী জেলার দুমকি উপজেলাকে স্বরণ করে রাখতে এই দিনটিকে পালন করা হয়। অনুষ্ঠানে দলীয় রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা ব্যাক্তি শ্লোগান দিয়ে হল রুম বিশৃঙ্খল করে আলোকিত করলে শ্লোগানের বিরোধিতা ইচ্ছা পোষন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহিন মাহমুদ এ নিয়ে দুমকি উপজেলার স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের মাঝে খোভের সৃষ্টি হয। দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাহিন মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালটা আওয়ামীলীর সভাপতি ও নবনির্বাচিত দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাওসার আমিন হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শাজাহান আকন সেলিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাড. মাঈনুল হাসান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান আজহার উদ্দিন মৃধা, পাঙ্গাশিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. নজরুল গাজী। এসময় উপজেলা উন্নয়নের স্বার্থে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাওসার আমিন বলেন, আমরা দুমকি উপজেলাবাসী আলো পাই কিন্ত আলোকিত নই আমরা রাগ অভিমান ভুলে উপজেলার জন্য কাজ করলেই আমাদের উপজেলা আলোকিত হবে। এই দুমকি উপজেলার উন্নয়নের জন্য সাবেক মন্ত্রী এম কেরামত আলী শুরু করে সাবেক আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানদের কে স্বরণ করে তিনি আরোও বলেন, দুমকিতে পরিচয় দেয়ার মতে ইউনিভার্সিটি ছাড়া আর কিছুই নেই। আমরা পটুয়াখালীর এই দুমকি উপজেলায় শেখ হাসিনা ক্যান্টনমেন্টের আলো দুর থেকে পাই কিন্তু আমরা বাস্তবে এই উপজেলাকে আলোকিত করতে পারি নাই। আমরা এই উপজেলার সবাই ভেদাভেদ ভুলে নতুন করে এ উপজেলাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি।

Share.