ঢাকা অফিস: রাস্তা বন্ধ করে আন্দোলন হলে আইনবিরোধী হবে, এমন হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদ উদ্দিন। বৃহস্পতিবার (১১ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহিদ উদ্দিন বলেন, সর্বোচ্চ আদালতের রায় কোটা আন্দোলনকারীদের পক্ষে, ফলে আন্দোলনের আর যুক্তি নেই। তিনি আরও বলেন, চলমান এইচএসসি পরীক্ষা, আশুরা, উল্টো রথ যাত্রার সময়ে আইনবিরোধী কাজ হলে পুলিশ বসে থাকবে না। প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখন পর্যন্ত সহনশীলতার পরিচয় দিয়েছে পুলিশ। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির কারণে বুধবার (১০ জুলাই) দিনভর কার্যত অচল ছিল ঢাকা। আজও বিকেল থেকে অর্ধদিবস বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আইনবিরোধী কাজ হলে পুলিশ বসে থাকবে না: ডিএমপি
0
Share.