ঢাকা অফিস: মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার (১২ জুলাই) ভোর থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। সকাল থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। সময় যত যাচ্ছে বৃষ্টি ততই বেড়ে চলছে। এতে নগরীর তাপমাত্রা কমেছে। এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম। অধিকাংশ সড়কেই নেই যানবাহনের চাপ। তবে, বেশি বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রার্থীরা। সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেকে বাসা থেকে বের হতে পারেননি। কেউ কেউ বের হলেও সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিপাকে পড়েছেন। বৃষ্টিতে নগরীর অনেক প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হতে দেখা গেছে। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। এর আগে, গতকাল বৃহস্পতিবার ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে দেশের সব বিভাগেই শুক্রবার হতে পারে বজ্রসহ বৃষ্টি অথবা ভারী বর্ষণ। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এ জন্য সেসব স্থানের মানুষকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা রোববার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে।
ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, সড়কেই নেই যানবাহনের চাপ
0
Share.