রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে আগুন

0

বাংলাদেশ থেকে রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। তবে হলের ভেতরে বেশ কিছু শিক্ষার্থী আটকে পড়েছেন বলে জানিয়েছে অন্যান্য শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে রাবিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন দেন তারা। এসময় আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আন্দোলনকারীদের একটি অংশ হলে প্রবেশ করার এক পর্যায়ে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share.