কোটা আন্দোলনকারীদের সঙ্গে যাত্রাবাড়ীতে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ- ২

0

ঢাকা অফিস: ঢাকার যাত্রাবাড়ীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুজন হলেন- অটোরিকশা চালক আশরাফুল (২৫) ও দোকান কর্মচারী রিয়াদ শিকদারের (২৪)। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী শনির আকড়া ও কাজলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অটোরিকশা চালক আশরাফুল জানান, তিনি থাকেন রায়েরবাগ এলাকায়। সকালে অটোরিকশা নিয়ে কাজে বের হন। তখন যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাদে। পুলিশ তাদের ছাত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে এবং সটগানের গুলি চালায়। এতে অটোরিকশাচালক আশরাফুলের মুখমণ্ডলে গুলিবিদ্ধ হয়। আর আহত রিয়াদ শিকদারের (২৪) স্বজনরা জানান, পুরান ঢাকার নবাবপুরে গাড়ির পার্টসের দোকানে কাজ করেন রিয়াদ। সকালে শনির আকড়ার বাসা থেকে হেটে কাজে যাচ্ছিলেন। পথে পুলিশের সটগটনের গুলিতে আহত হন তিনিও। আহত অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের দুজনের অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া যাত্রাবাড়ী জনপদ মোড়ে আন্দোলনকারীরা বিআরটিসি বাস চালক উজ্জ্বলকে (৩০) বাস থেকে নামিয়ে মারধর করে। বাসও ভাঙচুর করে। এদিকে, চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রিয়াদ ও আশরাফুলের মুখমন্ডল, মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share.