ঢাকা অফিস: বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়- এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। শুক্রবার (৯ আগস্টা) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। তিনি জানান, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জাতিসংঘের। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হবে জাতিসংঘ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে- এসব বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। প্রায় সোয়ার ঘণ্টার বৈঠক গুয়েন লুইস ছাড়াও ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক বিষয় কমিটি সদস্য শামা ওবায়েদ অংশ নেন।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হবে জাতিসংঘ: গোয়েন লুইস
0
Share.