গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধে একমত থাকবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা: সারজিস আলম

0

ঢাকা অফিস: দেশের মানুষ যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ চায়, তবে সে দাবিতে একমত থাকবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এমন কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এসময় ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচির সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটসহ নানান পেশার মানুষদের দেখা যায়।

Share.