হাসিনা, কামাল, দিপুমনি, ও শামীম ওসমানসহ ৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

0

বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হাফেজ সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দিপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক, নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫১ জনকে আসামী করে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত হাফেজ সোলাইমানের ভগ্নিপতি মো. শামীম কবির বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন। রাত সাড়ে ৯টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। এছাড়াও মামলায় নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক এ্যাডভোকেট খোকন সাহা, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান দিপু ও কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ৫১ জনকে নামে ও অজ্ঞাত আরো অনেককে আসামী করা করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট ১ থেকে ৬নং আসামী ছাত্র জনতারকে উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি ও আক্রমণ করার নির্দেশ করার প্রদান করলে অন্যান্য সকল আসামীরা রাস্তায় অবস্থানরত ছাত্র জনতার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতি সৃষ্টি করে। তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি ও মারধর আরাম্ভ করেন। তখন একই তারিখে দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের ডাচ বাংলা ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে হাফেজ সোলাইমান গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়ে মৃত দেহ সনাক্ত করে লাশ নিয়ে মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন করবস্থানে দাফন করেন। উল্লেখ, সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে পৃথক চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Share.