সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ চালু

0

বাংলাদেশ থেকে হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বন্যার পানিতে রেলসেতু ডুবে গিয়ে সিলেট অঞ্চলের সঙ্গে বন্ধ হওয়া সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকালে শায়েস্তাগঞ্জ জংশনে স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার সকাল সোয়া ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ জংশনে আসে। পরে সিলেট স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ৭টায়। তিনি আরও বলেন, এখন থেকে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রেল পথে ৬টি ট্রেন আগের নিয়মেই চলাচল করবে। রেলপথের কোথাও বন্যায় বড় রকম ক্ষতি না হওয়ায় পানি নেমে যাওয়ার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে। এর আগে বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জের পুরান বাজারে খোয়াই নদীর ওপরে রেলওয়ে সেতুটি ডুবে যায়। ফলে সেদিন দুপুরে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছিল।

Share.