শনিবার, নভেম্বর ২৩

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি

0

ঢাকা অফিস: অন্যান্য বছরের চেয়ে এ বছর আগস্টে স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে। বিশেষ করে আগস্টের ১৬-২২ তারিখে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। সোমবার (২৬ আগস্ট) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছিলো তা সরাসরি বাংলাদেশের ওপর ছিলো।উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, তবে সেটা সরাসরি বাংলাদেশের উপরে নেই।তিনি বলেন, আজকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি হবে। আগামীকাল থেকে কমে আসবে বৃষ্টিপাতের পরিমাণ।আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে- ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Share.