স্পোর্টস রিপোর্ট: অক্টোবরের শেষ সপ্তাহে ঘোষিত হবে ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম। তার আগে বুধবার প্যারিসে ৬৮তম সংস্করণের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল।’ ৩০ জনের এই সংক্ষিপ্ত তালিকা থেকে গত বছরই জায়গা হারিয়েছিলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিষ্টিয়ানো রোনাল্ডো। এ বছর সিআর সেভেনের সঙ্গে তালিকায় স্থান পাননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসিও। এর ফলে ২০০৩ সালের পর এই প্রথম মনোনয়ন পেলেন না বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা মেসি আর রোনাল্ডো। গত বছরও মর্যাদার এই ব্যালন ডি’অর নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। পরিসংখ্যানে দেখা যায় ২০০৮ সালের পর মেসি-রোনাল্ডো মিলে সর্বমোট ১৩বার এই ট্রফি নিজেদের শোকেসে তুলেছেন। অথচ, এবার তাদের কেউ নেই। বয়স আর পারফর্মেন্স বিবেচনায় ব্যালন ডি’অর থেকে মেসি-রোনাল্ডো যুগের সমাপ্তিই দেখছেন অনেকে! তবে এলএম টেন আর সিআর সেভেন না থাকলেও যোগ্যতার ভিত্তিতেই এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়ার, রড্রি, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড এবং হ্যারি কেনদের মত তারকারা। রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে ভিনিসিয়াস-বেলিংহ্যামের। স্প্যানিশ জায়ান্টদের লা লিগার পাশাপাশি ১৬তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সহযোগীতাকারী দানি কারভাহাল, টনি ক্রুস, এন্টোনিও রুডিগার ও ফেডে ভালভার্দেও জায়গা করে নিয়েছেন ৩০ জনের এই স্কোয়াডে। ইউরো জয়ী স্পেনের কারভাহাল ও রড্রি ছাড়াও তালিকায় আছেন আলেহান্দ্রো গ্রিমালডো, দানি ওলমো, নিকো উইলিয়ামস ও লামিন ইয়ামাল। দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডও সিটির জার্সি গায়ে লিগে সর্বোচ্চ গোল করার পুরস্কার হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন। বুন্সেসলিগায় বায়ার্ন মিউনখের হয়ে সর্বোচ্চ গোল করা হ্যারি কেনও জায়গা পেয়েছেন পারফর্মেন্সের গুনে। ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড থেকে হ্যারি কেনের সঙ্গে রয়েছে বুকায়ো সাকা, ডেক্ল্যান রিচ, কোল পালমার ও ফিল ফোডেনের নাম। নারী বিভাগে এবারের তালিকায় যুক্তরাষ্ট্রের পাঁচজন জায়গা করে নিয়েছেন। যারা প্রত্যেকেই সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয়ী দলের সদস্য। এছাড়া, বিশ^কাপ জয়ী স্পেন দলেরও পাঁচজন খেলোয়াড় রয়েছেন এই তালিকায়। যার মধ্যে রয়েছেন গত বছরের ব্যালন ডি’অর জয়ী এইতানা বোনমাতিও। বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হতে সহযোগিতা করা জাভি আলোনসো রয়েছেন সেরা কোচের তালিকায়। সেরা ক্লাবের তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ, সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ার তালিকায় আছেন এমিলিয়ানো মার্টিনেজ।
মেসি-রোনাল্ডোর ব্যালন ডি’অর সাম্রাজ্যের সমাপ্তি,২১ বছর পর নেই দুই সম্রাটের নাম!
0
Share.