ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নিহত বেড়ে ৪০ হাজার ৯৩০ জন ছাড়াল। এছাড়া হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। আল জাজিরার খবর অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় শনিবার গাজায় কমপক্ষে আরও ৩১ জন নিহত হয়েছেন। অন্যদিকে বৃহৎ আকারের প্রাদুর্ভাব রোধ করার লক্ষ্যে জরুরিভিত্তিতে পোলিও টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপটি শেষ করেছেন স্বাস্থ্যকর্মীরা। ইসরায়েলি গোলাবর্ষণে শনিবার গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে তিন নারী এবং দুই শিশু নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। উত্তর গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার আবু ইস্কান্দার এলাকায় আমর ইবনে আল-আস স্কুলে হামলায় আহত হয়েছে ২০ জন।
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩১ নিহত
0
Share.