স্পোর্টস রিপোর্ট: ভুটানের থিম্পুতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। তারা আছে এ-গ্রুপে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এই গ্রুপের অন্য দলটি হচ্ছে মালদ্বীপ। সাফের এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে তিন দল থাকায় এক ম্যাচ জিতলেই শেষ চারে যাওয়াটা প্রায় নিশ্চিতই। তবে প্রতিপক্ষ ভারত বলে তাদের বিরুদ্ধে জয় কুড়িয়ে নেওয়াটা বেশ কঠিন। আর তা না পারলেও অন্তত ড্র করে এক পয়েন্ট অর্জন করতে চায় লাল-সবুজ বাহিনী। বৃহস্পতিবার ভুটানে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ সাইফুল বারী বলেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচ বাইরে খেলিনি। তবে ভুটানের কথা মাথায় রেখে কৃত্রিম টার্ফের সুবিধা পেতে বিকেএসপিতে ক্যাম্প করেছিলাম। ওখানে আমরা যে কয়টি প্রস্তুতি ম্যাচ খেলেছি, তা আমাদের অনেক সহায়ক হবে। কোন কোন জায়গাগুলোতে দুর্বলতা ছিল, সেগুলো নিয়ে কাজ করার একটা ব্যাপার ছিল।’ টিটু আরও বলেন, ‘ভুটানের আবহাওয়ায় প্রথম ম্যাচে একটু কষ্ট হবে। ভারতের প্রস্তুতি সম্পর্কে জানি না। শুনেছি ইন্দোনেশিয়া, লাদাখের মতো জায়গায় তারা অনুশীলন করেছে। প্রথম ম্যাচটা সবসময়ই গুরুত্বপূর্ণ। আর সেটা যদি হয় ভারতের সঙ্গে, তা অনেক বড় বিষয়। আমার মনে হয় ছেলেরা এ ব্যাপারে পুরোপুরি তৈরি কিভাবে ভারতকে মোকাবিলা করতে হবে।’ সাফে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাইলেও বাংলাদেশের চোখ ফাইনালে। তেমনটাই জানালেন কোচ সাইফুল বারী, ‘আমরা এখানে এসেছি চার সপ্তাহের প্রস্তুতি নিয়ে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে ফাইনাল খেলা। তবে ম্যাচ বাই ম্যাচ এগুতে হবে। এই টুর্নামেন্ট ছেলেদের প্রতিভা মেলে ধরার একটা মঞ্চও।’ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘গত বছর অনূর্ধ্ব-১৬ সাফ টুর্নামেন্টে এখানেই ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচে হেরেছিলাম। আমাদের সেই দলটাই এখানে, হয়তো কয়েকজন খেলোয়াড়ের পরিবর্তন করা হয়েছে। আমরা আবার নতুনভাবে নতুন কিছু করার চেষ্টা করছি। ভারত বরাবরের মতোই ভালো টিম। কিন্তু আমরা জানি আমরা কেন এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য কি, আমরা প্রস্তুত আছি। ৯০ মিনিটের ম্যাচ। এই সময়ে যে যত কম ভুল করবে, যে যত ভালো পারফর্ম করবে তারাই ম্যাচটা জিতবে। প্রথম ম্যাচ একটু কঠিন। চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো কিছু করার।’
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
0
Share.