ঢাকা অফিস: যথাযোগ্য মর্যাদায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করলো বাংলাদেশ বিমান বাহিনী। ১৯৬৯ সালের এই দিনে আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রামে বিমান বহিনী ঘাঁটিতে জহুরুল হক কেন্দ্রীয় মসজিদে এদিন মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।
শহীদ সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী পালিত
0
Share.