রবিবার, নভেম্বর ২৪

বুরুন্ডির গণকবরে মিলল ছয় হাজার মরদেহ

0

ডেস্ক রিপোর্ট: পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ছয়টি গণকবরে ৬ হাজার ৩২টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। দেশটির কারুসি প্রদেশের এসব গণকবরে কয়েক হাজার বুলেটও উদ্ধার করা হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে দেশটির সরকার দেশজুড়ে খাল খনন কার্যক্রম শুরু করার পর এটাই সবচেয়ে মরদেহ পাওয়ার খবর। ধারণা করা হচ্ছে, ১৯৭২ সালে টুৎসি ও হুতু নৃ-গোষ্ঠীর মধ্যে সংঘটিত হত্যাকাণ্ডে হুতু নৃ-গোষ্ঠীর মরদেহ এগুলো। দেশটির ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের চেয়ারম্যান পিয়েরে ক্ল্যাভার এনদায়িকারিয়ে শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘ছয়টি গণকবর থেকে ৬ হাজার ৩২টি দেহাবশেষ ও কয়েক হাজার বুলেট উদ্ধার করা হয়েছে। কবরে পাওয়া পোশাক, চশমা ও মালার সূত্র ধরে এসব দেহাবশেষের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনুসন্ধানকারী দল।’ ১৯৭২ সালের গৃহযুদ্ধের প্রসঙ্গ টেনে কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ধারণা করা হচ্ছে, আজ থেকে ৪৮ বছর আগে সংঘটিত গৃহযুদ্ধে নিহত হুতু নৃ-গোষ্ঠীর দেহাবশেষ এগুলো। ১৯৬২ সালে স্বাধীনতা লাভের পর একাধিকবার গৃহযুদ্ধে জড়িয়েছে বুরুন্ডি। এ পর্যন্ত দেশটিতে ৪ হাজারের বেশি গণকবর খুঁজে পাওয়া গেছে। এসব কবর থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৪২ হাজারের বেশি দেহাবশেষ। বুরুন্ডির জনসংখ্যা টুৎসি ও হুতু-এই দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীতে বিভক্ত। দেশটির গৃহযুদ্ধে ৩ লাখ লোক মারা যায়। ২০০৫ সালে গৃহযুদ্ধের অবসান ঘটে। এরপর ওই বছর ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা। তবে দেশটিতে এখনও জাতিগত বিভেদ লেগেই আছে।

Share.