বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান করেছে জেলা যুবদলের একদল নেতা কর্মীরা। শনিবার(৫অক্টোবর) সকাল ১০টায় কেন্দ্রীয় নির্দেশনায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এসময় যুবদল নেতা কর্মীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম ও আঙ্গিনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেন। এছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা কর্মীরা সাধারণ মানুষদের সাথে বিভিন্ন সচেতনতা মূলক কথাবার্তা বলেন। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান আমাদের উদ্দেশ্য করে বলেছেন আপনারা সমাজের জন্য কাজ করুন মানুষের জন্য কাজ করুন। এই প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক নির্দেশনা দিয়েছেন যাতে আমরা সামাজিক কাজ অটুট রাখি অক্ষুন্ন রাখি তার ধারাবাহিকতায় আমরা এই কাজ পরিচালনা করছি। আমরা গত করনাকালিন সময়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছি। পটুয়াখালী পৌরসভায় বিনামূল্যে খাদ্য সরবরাহ করেছি। তার পাশাপাশি আজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এসেছি। আমরা দেখতে পেয়েছি যে, এই হাসপাতালের অব্যাবস্থাপনায় এখানে মানুষ ঢুকতে পারে না। অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা এই হাসপাতালকে সুন্দর করার জন্য পরিচ্ছন্ন করার জন্য নেতাকর্মীদের নিয়ে এখানে এসেছি। যাতে আগামীতে শুধু পটুয়াখালী সদর হাসপাতাল নয়, যে কোন সামাজিক প্রতিষ্ঠানে যেখানেই অব্যাস্থাপনা দেখবো সেখানেই দূর্বার গতিতে আমরা আমাদের এই কাজ পরিচালনা করব।
পটুয়াখালীর হাসপাতালে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
0
Share.