বন্যার আগাম তথ্য দিলে ক্ষতি কমিয়ে আনা যেতো: রিজওয়ানা হাসান

0

ঢাকা অফিস: আন্তর্জাতিক নদীর সঙ্গে যুক্ত উজানের দেশগুলো বৃষ্টির সঠিক তথ্য না জানানোয় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হচ্ছে বাংলাদেশের। আকস্মিক বন্যার আগাম তথ্য দিলে ব্যাপক ক্ষতি কমিয়ে আনা যেতো বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বুধবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘হাইড্রোএসওএসের মাধ্যমে সবার জন্য প্রাথমিক সতর্কতা’ বিষয়ে স্টেকহোল্ডারদের পরামর্শ কর্মশালায় এমন মন্তব্য করেন উপদেষ্টা। আন্তর্জাতিক বিশ্ব আবহাওয়া সংস্থা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড আয়োজিত কর্মশালায় রিজওয়ানা হাসান বলেন, চীন, ভারত, ভুটানের মতো দেশগুলোর সঙ্গে সমন্বয় করা না গেলে উজানে অতি ভারী বৃষ্টির ফলে ভাটির দেশগুলোতে ভয়াবহ বন্যার প্রভাব মোকাবিলা সম্ভব নয়। আর তাই জাতিসংঘের হাইড্রোএসওএস সতর্কতা কর্মসূচিতে সকল রাষ্ট্রেরই অংশগ্রহণ জরুরি। উল্লেখ্য, সবধরনের প্রাকৃতিক বিপর্যয় ও প্রকৃতি সুরক্ষায় জাতিসংঘের আন্তর্জাতিক বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউএমও’র এই হাইড্রোএসওএস কার্যক্রমে বাংলাদেশ অন্যতম অংশীদার।

Share.