নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত- ২

0

বাংলাদেশ থেকে নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ও মাছ পরিবহনকারী ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময়ে নাটোর থেকে একটি মাছ বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। রাত পৌনে ১০ টার দিকে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় পৌঁছালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দু’জন যাত্রী ঘটনা স্থলেই নিহত হন। এই ঘটনায় একজন সামান্য আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ যাত্রীবাহী বাস এবং ট্রাক জব্দ করে বনপাড়া হাইওয়ে ফাঁড়িতে নেয়। তবে দুটি যানের চালককে আটক করতে পারেনি পুলিশ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বনপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বাস-ট্রাকের সংঘর্ষে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

Share.