শনিবার, নভেম্বর ২৩

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপে বাংলাদেশের বিদায়

0

স্পোর্টস রিপোর্ট: ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশ ‘এ’ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ১৯ রানে হেরে টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো আকবরদের। শ্রীলঙ্কার দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ভালো শুরু পেলেও তা ধরে রাখতে ব্যর্থ হয়। পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান মিলে প্রথম তিন ওভারে ৩৮ রান তোলেন। কিন্তু ইমন ২৪ রানে আউট হলে ব্যাটিংয়ে ধাক্কা খায় বাংলাদেশ। এরপর নাঈম শেখ, তাওহীদ হৃদয়সহ মিডল অর্ডার ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি, যার ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষদিকে আবু হায়দার রনি দলকে জয়ের পথে এগিয়ে নিলেও ১৮তম ওভারের বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে মোমেন্টাম হারায় বাংলাদেশ। সে সময় ঈশান মালিঙ্গার করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন রনি। তবে অনুমোদিত সংখ্যার চেয়ে কম ফিল্ডার ভেতরে থাকায় নো বল হওয়া উচিত ছিল, কিন্তু আম্পায়ার ডেড বল ঘোষণা করেন। ফলে বাংলাদেশ বিনা বলে ৭ রান ও ফ্রি হিট হারায়। রনির ৩৮ রানের অপরাজিত ইনিংস সত্ত্বেও ২০ ওভার শেষে বাংলাদেশ ১৪২ রানে থেমে যায়, ফলে ১৯ রানে জিতে শ্রীলঙ্কা সেমিফাইনালে জায়গা করে নেয়। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা ভালো করে। ওপেনার ইয়াশোদা লঙ্কা ২৩ রান করে রাব্বির বলে আউট হন। আক্রমণাত্মক লাহিরু উদারা ৩৫ রান করেন, তাকে ফিরিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের বোলিং আক্রমণ। তবে শেষদিকে পাভান রথনায়েকে ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলে লঙ্কানদের সংগ্রহ ১৬০ পেরিয়ে নিয়ে যান। সাহান আরাচচিগে ৩০ রান করেন। লঙ্কানদের ১৬২ রানের জবাব দিতে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের লড়াই থেমে যায় ১৪২ রানে, এবং এর ফলে এশিয়া কাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ।

Share.