দীপু মনি আরও তিন মামলায় গ্রেপ্তার

0

ঢাকা অফিস: বাড্ডা থানার পৃথক দুই মামলা ও কাফরুল থানার এক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে বুধবার (৩০ অক্টোবর) নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়াও যাত্রাবাড়ি থানার মামলায়, ডিবির সাবেক ডিসি মশিউরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির সাবেক ডিসি মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত, দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ২০১৯ সাল থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন দিপু মনি। এবং সর্বশেষ ২০২৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন সাবেক এই সংসদ সদস্য।

Share.