ঢাকা অফিস: জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তার প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ-২০২৪’র খসড়া অনুমোদন দেয়া হয়েছে। রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করলে আইন উপদেষ্টা এ দায়িত্ব পালন করবেন। ছাত্র-জনতার গণঅভুত্থানে শেখ হাসিনার পতনের পর, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এরপর থেকে স্পিকারের পদটি শূন্যেই রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন উপদেষ্টাকে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
স্পিকারের অবর্তমানে তার প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন করবেন আসিফ নজরুল
0
Share.