বৃহস্পতিবার, নভেম্বর ১৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস

0

ডেস্ক রিপোর্ট: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে তার চিফ অব স্টাফ হিসেবে সুজি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দেন ট্রাম্প, যা তার প্রশাসনের জন্য প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ৬৭ বছর বয়সী সুজি ওয়াইলস হোয়াইট হাউজের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ, যিনি নির্বাচনকালীন সময়ে ট্রাম্পের দুই প্রচারণা ম্যানেজারের একজন ছিলেন। তবে এই পদে দায়িত্ব পালনে ওয়াইলসের সামনে থাকবে চ্যালেঞ্জ। চিফ অব স্টাফ হিসেবে তিনি হোয়াইট হাউজের কর্মীদের ব্যবস্থাপনা, প্রেসিডেন্টের সময়সূচি নির্ধারণ এবং প্রশাসনের অভ্যন্তরীণ ও বাইরের যোগাযোগ তত্ত্বাবধান করবেন। জয়ের পর ট্রাম্প বর্তমানে ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে সময় কাটাচ্ছেন এবং তার প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগের জন্য সম্ভাব্য ব্যক্তিদের বিবেচনা করছেন। এর মধ্যে অনেকেই তার প্রথম মেয়াদের পরিচিত মুখ। ফ্লোরিডাভিত্তিক কৌশলবিদ সুজি ওয়াইলস দীর্ঘদিন ধরে ট্রাম্পের পাশে থেকে তার রাজনৈতিক অভিযানে শৃঙ্খলা এবং কৌশলগত সমন্বয় এনেছেন। এই প্রচারণায় তার সহ-ব্যবস্থাপক ক্রিস লাসিভিটার সঙ্গেও কাজ করেছেন।

Share.