বৃহস্পতিবার, নভেম্বর ১৪

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বিতাড়ন করা হবে: নাড্ডা

0

ডেস্ক রিপোর্ট: ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বিতাড়ন করা হবে। শনিবার (৯ নভেম্বর) ঝাড়খণ্ডের পালামৌতে এক জনসভায় এই মন্তব্য করেন নাড্ডা। নাড্ডা বলেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কংগ্রেস জোটের শাসন দুর্বল হওয়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবাধে বসতি স্থাপন করছে। তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে অনুপ্রবেশকারী বাবা ও আদিবাসী মায়ের সন্তানদেরও আদিবাসী অধিকার কেড়ে নেওয়া হবে। এছাড়া, ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে স্থানীয় নারীদের বিয়ে করা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের সন্তানদের আদিবাসী অধিকার থেকে বঞ্চিত করার প্রতিশ্রুতি দেন নাড্ডা। তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় এলে আর কোনো অনুপ্রবেশ চলতে দেওয়া হবে না।” ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতা এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি তুলে ধরেছেন। তিনি ঝাড়খণ্ডের বর্তমান সরকারকে ‘তুষ্টিকরণের রাজনীতি’ করার অভিযোগে অভিযুক্ত করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এর জবাবে বলেন, বিজেপি নেতারা “হিন্দু-মুসলমান ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে অদ্ভুত কথাবার্তা বলছেন।” এদিকে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে প্রথমবারের মতো অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ক্ষমতাসীন জোটকে অভিযুক্ত করে বলেন, “ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি তুষ্টিকরণের রাজনীতির মাধ্যমে সামাজিক কাঠামো ভাঙার চেষ্টা করছে। এদের কারণে রাজ্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে।” আগামী ১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ডের বিধানসভার ৮১টি আসনের জন্য দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share.