বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে একটি অত্যাধুনিক থ্রি-জি রাইফেলসহ মো. সাজেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক। রবিবার (১ ডিসেম্বর) মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে সাজেদকে আটক করা হয়। তিনি শুক্কুর আলীর ছেলে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ। পুলিশ জানায়, মহেশখালী থানার একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে সাজেদের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক থ্রি-জি রাইফেল, একটি দুই নলা বন্দুক, একটি একনলা বন্দুক ও একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি। এই ঘটনায় মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সাজেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছে থাকা অস্ত্রগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
অত্যাধুনিক থ্রি-জি রাইফেলসহ মৎস্যজীবী লীগ নেতা আটক
0
Share.