ঢাকা অফিস: আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবারের নির্বাচনে জনগণ ভোট দেবে। জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান। আজ (০৩ ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে ভাকুর্তা ইউনিয়ন ৪, ৫, ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন । তিনি আর ও বলেন, ১৬ বছর বাংলার মানুষ কথা বলতে পারিনি। মানুষের বাক স্বাধীনতা কেরে নিয়েছিল আওয়ামীলীগ। বিএনপির নেতারা ঘরে থাকতে পারেনি।দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করে রাখেছিলো হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা পালিয়েছে। এখন জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অতিথি হিসেবে আর ও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি, মিজানুর রহমান মিনু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদন, হাজমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়ালীউল্লাহ সেলিম,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সভাপতি,নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সভাপতি, আসাদুজ্জামন রিপন,ভাকুর্তা ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : আমান উল্লাহ
0
Share.