ঢাকা অফিস: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আওয়ামী লীগের লোকজন এখনও মনে কেরে ১৬ ডিসেম্বরের মধ্যে তারা এই দেশে সরকারী ক্ষমতার রদ-বদল নিয়ে আসবে। কিন্তু এটা কিছুই হবে না। তাদের প্রচেষ্টা আছে দেশে অরাজকতা সৃষ্টি করার। আর এতে ভারতের সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের পুরো সহযোগিতা করে যাচ্ছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে এসব বলেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘ভারতের সরকারের বুঝা উচিত বাংলাদেশে যদি অরাজকতা হয় এটা তাদের জন্য মন্দ টেনে আনবে। বিজিপি দলটির ভিত্তিই হলো মুসলমানদের বিরোধীতা। দলটির শুরু থেকে ক্ষমতায় এখনো আছে মুসলমানদের বিরোধীতা দিয়ে। একটি রাজনৈতিক দল ও সরকার কখনো এক হতে পারে না।’ ববি হাজ্জাজ বলেন, ‘ভারত থেকে আমাদের দেশ অনেক খারাপ আচরন পেয়েছে এবং গত তিন মাস আমাদের বিরুদ্ধে তারা প্রোপাগন্ডা চালিয়েছে। বাংলাদেশের কিছু তরুণ হয়তো ভারতের পতাকা পুরিয়েছে- এ নিয়ে আমরা রাজনৈতিকরা নিন্দা জানিয়েছি। কিন্তু ভারতের সরকার অরাজকতা তৈরি করে দিচ্ছে। আমাদের চারিদিকে ভারত। কিন্ত ভারতেরও অনেক দিকে আমরা। সেভেন সিস্টারস আমাদের ছাড়া যাবেনা বলেই তারা রুট বা ওপেন এক্সেস চেয়েছে। এতে তাদের ৮০ হাজার টাকার তেল বাঁচে, আমরা এর জন্য ট্রান্সজিট ফি নিয়েছি একশত টাকার মতো। একটা সামঞ্জস্য ছাড়া এতো দিন আমাদের সম্পর্ক ছিল।’ তিনি বলেন, ‘আমাদের দেশের সরকারের পক্ষ থেকে কোনো অশুভ আচরন ভারতে বিপক্ষে করা হয়নি। অন্তর্বর্তী সরকার আসার পরও কিছু শক্ত কথা বললেও ভারতের বিপক্ষে নিন্ম কোনো কথা বলেননি। অন্তর্বর্তী সরকার বলেছিলেন আপনারা আমাদের নিচু করে দেখতে পারেন না।’
১৬ ডিসেম্বর ঘিরে সরকার পরিবর্তনের স্বপ্ন আওয়ামী লীগের: ববি হাজ্জাজ
0
Share.