ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পোড়ালেন রিজভী

0

ঢাকা অফিস: ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতে তাকে আগুন দিতে দেখা যায়। এসময় তার সঙ্গে ছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। সভায় রুহুল কবির রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথা নত করব না। তিনি আরও বলেন, ভারত যা বলবে তাই শুনবে এমনটা শেখ হাসিনার মত দু-একজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। এসময় বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতের পতাকাকে অসম্মান না করে বাংলাদেশিরা দায়িত্বশীল আচরণ করবে।

Share.