প্রকাশ পেলো সানির কথায় অশোক বালার গান

0

বিনোদন ডেস্কঃ গীতিকবি শাহ আলম সানির কথায় একটি আধ্যাত্মিক গানে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী অশোক বালা। গানের শিরোনাম ‘হইবি একদিন লাশ’। গানটি সুর করেছেন স্বাধীন নজরুল ও সংগীত আয়োজন করেছেন মনজুর বাবু।
সম্প্রতি গানটি ‘বাউল আকাইদ অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে।

গান প্রসঙ্গে গীতিকবি শাহ আলম সানি বলেন, “এ গানটি আমার খুব পছন্দের। ‘হইবি একদিন লাশ’ শিরোনামের গানটি নিয়ে আমি খুব আশাবাদী।”

কণ্ঠশিল্পী অশোক বালা বলেন, ‘এটি কথার ভিন্ন ফোক ঘরনারগান, গানটিতে কন্ঠ দিতে পেরে খুব ভালো লেগেছে।’

Share.