ফ্যাসিস্ট সরকার জামায়াতকে ধ্বংস করতে কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে: শফিকুর রহমান

0

ঢাকা অফিস: ফ্যাসিস্ট সরকার জামায়াতকে ধ্বংস করতে কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে বলে মন্তব্য করেছন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নৈতিক সাহস না থাকায় পতিত সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জে জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন৷ জামায়াত মজলুম সংগঠন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকার জামায়াতকে ধ্বংস করতে কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে৷ সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে জামায়াত আমির জানান, ক্ষমতায় যাওয়ার অস্থিরতা নেই তাদের৷ এসময় সম্মেলনে যোগ দেয়া কর্মীরা বলেন, জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর মাধ্যমে সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবেন তারা৷

Share.