SLOPB এর থিমসং করলেন শিল্পী চিশতী বিপ্লব

0

বিনোদন ডেস্ক: নেদারল্যান্ডভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্হা SLOPB এর থিমসং করলেন জীবনমুখী গীতিকার সুরকার ও সংগীত শিল্পী চিশতী বিপ্লব। থিমসংটি লিখছেন ও সুর করছেন চিশতী বিপ্লব । মিউজিক কম্পোজিশন করছেন বি মিউজিক এর কর্নধার জনাব শিমুল দিপ। থিম সংটি বেশ জনপ্রিয়তা পেয়েছে নেদারল্যান্ডভিত্তিক এই সংস্হাটিতে। সংস্হার ৩০ বছর পুর্তি উপলক্ষে গত ৬ জানুয়ারি এ চিশতীবিপ্লব ও বিজন এর যৌথ কন্ঠে পরিবেশিত হয় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদির উপস্হাপক হানিফ সংকেত ও স্লোব এর প্রতিষ্ঠাতা জনার মোতালেব হোসেনসহ সকল কর্মকর্তাদের উপস্থিতিতে।

Share.