বাংলাদেশ থেকে চট্টগ্রাম প্রতিনিধি: আওয়ামী লীগের সাবেক শ্রমমন্ত্রী এম এ মান্নানের ছেলে আবদুল লতিফ টিপুকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে টিপুকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, টিপু চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য। রোববার (১৯ জানুয়ারি) রাত ২টার দিকে কাজীর দেউড়ি ব্যাটারি গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপুকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোতোয়ালি থানার একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাবেক শ্রমমন্ত্রীর ছেলেকে ব্যাটারি গলি থেকে গ্রেপ্তার
0
Share.